ইসরো-র মুকুটে নতুন পালক
ইসরোর
কৃত্রিম উপগ্রহের
সফল উৎক্ষেপণ
'থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,- কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের
ঘুর্নিপাকে'।
সেই আদি অনন্ত কাল থেকে জানার স্পৃহা আজও
আমাদেরকে পৃথিবী ছেড়ে মহাকাশের বুক চিরে রহস্য ভেদে মাতিয়ে রেখেছে। মহাকাশে ফের উপগ্রহ পাঠিয়ে
দিলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শনিবার পিএসএলভি (PSLV-C49) রকেটে চাপিয়ে EOS01 নামের পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহটিকে মহাকাশের
উদ্দেশ্যে পাঠিয়েছে ইসরোর বিজ্ঞানীরা। 6ই নভেম্বর শুক্রবারেই তার কাউন্টডাউন শুরু করেছিল ইসরো। আর 7ই
নভেম্বর শনিবার মহাকাশে পাড়ি দিল পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ EOS01।
ইসরো-র তরফে এক টুইট-বার্তায় শুক্রবার জানানো হয়েছে
অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে বিকেল ৩টে ২মিনিটে উৎক্ষেপণ করা হবে পিএসএলভি (PSLV-C49) রকেটি কে।
Countdown for the launch of #PSLVC49/#EOS01 mission commenced today at 1302 Hrs (IST) from Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota.
— ISRO (@isro) November 6, 2020
Launch is scheduled tomorrow at 1502 Hrs IST . pic.twitter.com/JQ0nBXHChx
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর বিজ্ঞানীরা এই ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’-এর সফল উৎক্ষেপণ করেন। শুক্রবার দুপুর ১টা ২মিনিটে সেটিরই কাউন্টডাউন শুরু হয় এবং রকেটটি উৎক্ষেপণ করা হবে শনিবার ভারতীয় সময় দুপুর ৩টে ১১ মিনিটে। ভারতায় সময় দুপুর ৩টে ২মিনিটে পিএসএলভি (PSLV-C49) রকেটটি উৎক্ষেপণ করার কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়া এবং বজ্রপাতের কারনে ৯মিনিট দেরি হয়। ইসরো-র তরফে জানানো হয়েছে কৃত্রিম উপগ্রহগুলিতে এমন কিছু যন্ত্রপাতি লাগানো রয়েছে যেগুলি বজ্রপাতের ফলে ক্ষয়ক্ষতির আশঙ্খা ছিল। উৎক্ষেপণের সফলতা কামনা করে বিজ্ঞানীরা ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরে পুজোও দেন। উৎক্ষেপণের ১৫ মিনিট ২০ সেকেন্ড পর উপগ্রহটিকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা যায়। এবং বাকি ৯টি বিদেশি উপগ্রহকে বিভিন্ন কক্ষপথে পাঠানো হয়।
করোনা আবহে এই প্রথম কোনও উপগ্রহ পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। করোনার জেরে বিশ্বের বিভিন্ন স্পেস সেন্টারের মতো ইসরোতেও থমকে গিয়েছিল নানা কাজ
কর্ম।
কিন্তু, আমেরিকার নাসা, স্পেস-এক্স বা চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তাদের উৎক্ষেপণের কাজ
রিতিমতো চালিয়ে গিয়েছে।
এছাড়াও এদিন পিএসএলভি’তে (PSLV-C49) চড়ে মহাকাশে যায় ন’টি বিদেশি উপগ্রহও। তার মধ্যে আমেরিকা ও লুক্সেমবার্গের চারটি করে আটটি এবং লিথুয়ানিয়ার একটি স্যাটেলাইট মিলে মোট ন’টি উপগ্রহ এদিনের মিশনে পাঠানো হয়েছে। এদিনের উৎক্ষেপণ প্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান ড. কে সিভান বলেন, ‘১০টি স্যাটেলাইটকে সফলভাবে কক্ষপথে স্থাপন করেছে পিএসএলভি-সি৪৯।’ পাশাপাশি, মিশনের সঙ্গে যুক্ত গবেষক, বিজ্ঞানী, কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। EOS01-এর আগে স্যাটেলাইটের নাম ঠিক করা হয়েছিল রিস্যাট-২ বিআর-২।
পরে প্রধানমন্ত্রী ট্যুইট করে ইসরো ও তার বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। ট্যুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন,-
I congratulate @ISRO and India's space industry for the successful launch of PSLV-C49/EOS-01 Mission today. In the time of COVID-19, our scientists overcame many constraints to meet the deadline.
— Narendra Modi (@narendramodi) November 7, 2020
Nine satellites, including four each from the US and Luxembourg and one from Lithuania, have also been launched in the Mission.
— Narendra Modi (@narendramodi) November 7, 2020
উল্লেখ্য, ভারতের EOS01 উপগ্রহটি একটি কৃষি পর্যবেক্ষণ বাহন, যা কৃষি, বনাঞ্চল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যবহার করা যাবে। এটি দিনে এবং রাতের ছবি তুলতে এবং নজরদারি চালাতে সক্ষম। ইসরো সূত্রের খবর, অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট
ইওএস-০১ রয়েছে অত্যাধুনিক রাড়ার ইমেজিং ব্যবস্থা, যেটা অনেক উপর থেকেও নিখুঁত ছবি
তুলতে সক্ষম। আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষিক্ষেত্রের জন্য খুবই সহায়ক হয়ে উঠবে।
কিন্তু বিদেশী উপগ্রহগুলি মূলত বানিজ্যিক ক্ষেত্রে ব্যবহার হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত
উল্লেখ্য শ্রীহরিকোটা থেকে এটি ৭৬তম উৎক্ষেপণ। পিএসএলভি’তে (PSLV-C49)-কে
নিয়ে মোট ৫১টি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল্ (PSLV-C49)- মহাকাশে পাড়ি দিল সতীশ ধবন স্পেস সেন্টার থেকে। এই নিয়ে মোট ৩৩
দেশের ৩২৮টি স্যাটেলাইট মহাকাশে পাঠাল ভারত। আর সংক্রমণের কথা মাথায় রেখে এই উৎক্ষেপণেও দূরেই রাখা হচ্ছে সংবাদমাধ্যমকে। এমনকি গ্যালারিতেও ছিল না দর্শকরা।
0 Comments