ওটিপি নির্ভর গ্যাস ডেলিভারি | নতুন নম্বর ইন্ডেন গ্যাস বুকিং-এর জন্য।
''যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে''।বর্তমানে আমাদের জীবনের গতি নদীর স্রতের মতোই ধাবিত হচ্ছে, থেমে থাকার জো নেই। এতো দূতো পরিবর্তন হচ্ছে, তার সাথে খাপখাইয়ে উঠতে না পারলেই, একধাক্কায় জীবনকে বহুদূর পীছনে ফেলে দেবে, ওই হারানো স্রোতের মতোই সহস্র সৈবাল আষ্টেপিষ্ঠে বেঁধে ফেলবে। কিছু মানুষের দূর্নীতি বা কালোবাজারী রুখতে সাধারন মানুষকেই তার খেশারত দিতে হয়, যেমন দেখুন রান্নার গ্যাস এখন মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, একদিন গ্যাস না থাকলে গৃহস্থের কি নাভিশ্বাস ওঠে সেটা সকলেই ভুক্তভুগী। বর্তমানে আমরা ওটিপি-র যুগে বাস করছি, অর্থাৎ ওয়ান টাইম পাশওয়ার্ড। এখন গ্যস বুকিং এর পর ডেলিভারি ম্যানকে ওটিপি নম্বর বললে তবেই আপনাকে গ্যাস ডেলিভারি করবে।
ইন্ডিয়ান অয়েল কয়েকটি এলাকায় ইতিমধ্যেই এই নিয়ম চালু করেছে। তবে এবার সবক’টি রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থাই এবার এই মিয়ম চালু করছে। তবে সর্বত্র ওটিপি সংক্রান্ত নিয়মটি কার্যকর হবে না। দেশের ১০০টি শহরে তা চালু হচ্ছে, যার মধ্যে কলকাতাও আছে। পাইলট প্রকল্প হিসেবে তা চালু হওয়ার পর বাকি এলাকায় এই নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে। যে গ্রাহক সিলিন্ডার বুকিং করেছেন, তাঁকেই যাতে সেই সিলিন্ডার ডেলিভারি করা হয়, তা সুনিশ্চিত করতেই এই নয়া পদ্ধতি চালু হচ্ছে বলে জানা গিয়েছে। গ্যাস ডেলিভারি সংক্রান্ত দুর্নীতি রুখতেই এই ব্যবস্থা। এযেন ভাইরাস ঢুকিয়ে দিয়ে অ্যান্টিভাইরাস বিক্রির চেষ্টা। প্রথম প্রথম মানুষের নানা সমস্যা হলেও আস্তে আস্তে সেটা মানিয়ে নেবে ঠিকি, কারন আমরা সময়ের সাথে মানাতেই অভ্যস্থ, কিন্তু দুর্নীতি কালোবাজারী তাতেও বন্ধ হবে তো? সেটাই লাখ টাকার প্রশ্ন।
এছাড়াও ১লা নভেম্বর থেকে ইন্ডেন গ্রাহকরা পুরানো নম্বরে 90883
24365 গ্যাস বুকিং করতে পারবেন না। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, এতদিন এরাজ্যের বাসিন্দারা 90883
24365 নম্বরে ফোন করে গ্যাস বুকিং করতে পারতেন। কিন্তু এবার তার বদলে 77189
55555 নম্বরে বুকিং করতে হবে। পুরানো ফোন নম্বরটি আর কার্যকর হবে না, তবে বাকি
দুই রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার বুকিং নম্বরে কোনও পরিবর্তন হয়নি বলে জানা যাচ্ছে। এই নতুন
নিয়ম সমন্ধে সাধারন মানুষকে আরো বেশী সজাগ ও সচেতন হতে হবে এবং ডিলারদেরও আরো বেশী
করে প্রচার করতে হবে। কারন এই ওটিপি নির্ভর গ্যাস ডেলিভারির পাইলট প্রকল্প চালু
হচ্ছে সেটার সাথে আমরা খুবএকটা পরিচিত নয়। আমরা সাধারনত ডিজিটাল লেনদেনই
বেশীরভাগ ওটিপি গোপনীয়তার সঙ্গে ব্যবহার করে আসছি। তবে এই ওটিপি কতক্ষন ভ্যালিডিটি
থাকবে বা কতটা গোপনীয়তা বজায় রাখতে হবে, সেটা না আঁচালে বিশ্বাস নেই।




0 Comments