পূজো কিম্বা দৈনন্দিন প্রয়োজনে
নিজেকে মহোময়ি করে তুলতে
রূপ চর্চার ঘরোয়া
টিপস্
বাতাসে শিউলির গন্ধ আর কাশফুলের আগমন দেখেই আমরা বুঝতে পারি
শরৎ এসে গেছে, মা দূর্গার আগমনের পদধ্বনী কান পাতলেই শুনতে পাই। আমাদের মনও ঢাকের
বাজনার মতো নেচে ওঠে। এবৎসর পরিবেশ পরিস্থিতি অন্য বৎসরের থেকে সম্পূর্ন আলাদা,
অতিমারি পরিবেশ, তাসত্বেও মা আসছেন, আমরা তাঁর পদধ্বনী শুনতে পাচ্ছি। রূপচর্চা ও
সুন্দর্য্য বৃদ্ধি চর্চা সেই অদি কাল থেকই চর্চিত হ.য়ে আসছে। বর্তমানে পার্লারের
রমরমা, ঘরে কিম্বা হাটে- বাজারে অলিতে- ঘলিতে বিউটি পার্লারের হাতছানি। পূজো মানেই
শীতআসছে, সেই শীতের আদ্রতায় আমাদের ত্বক শুষ্ক এবং নিস্তেজ হয়ে পড়ে। সেই শীতের
আদ্রতা থেকে ত্বকে রক্ষা করতে আমরা কোল্ড ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করি। অথচ আমাদের ত্বকে উজ্জ্বল এবং আরো সুন্দর করে
তুলতে আমাদের ঘরে উপলব্ধ অনেক কিছুই আছে যেগুলি আমরা অতি সহজেই ব্যবহার করতে পারি।
শুষ্ক ত্বক পরিস্কার ও উজ্জ্বল করে তুলতে ঃ-
শুষ্ক ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে তুলতে আমাদের বাড়ীতেই
ব্যবহিত দুটি জিনিষ নিতে পারি, যেটি হল মধু ওবং গোলাপ জল। একটি ছোট্ট পাত্র নিন
এবং সেই পাত্রে এক চা চামচ মধু ও এক চামচ গোলাপ জল দিয়ে দিন। এবার মধু আর গোলাপ
জলের মিশ্রনটি ভালো করে তৈরি করুন। প্রথমে মুখটা পরিস্কার জলে ধুয়ে নিন, তারপর এই
মিশ্রণ ভালো করে মুখে লাগিয়ে নিন। অন্তত ২০ মিনিট আপেক্ষা করুণ। তারপর পরিস্কার জল
দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য এটি খুব ভালো টিপস্।
আপনার ত্বকে নরম রাখতে ঃ-
আমরা প্রায় প্রত্যেক বাড়িতেই ব্যবহার করে থাকি নারকেল তেল,
আবার অনেক সময় অলিভ অয়েল বা বাদাম তেলও (almond
oil) ব্যবহার করে থাকি।
আপনি যখন স্নান করতে যাবেন তার কিছুক্ষণ আগে যেকোন একধরনের তেল নিয়ে আপনার শরীরে
বেশ কিছুক্ষণ ধরে ম্যাসাজ করুন। তার পর স্নান করে নিন, দেখবেন আপনার ত্বক কতো নরম
বা স্ফোট হয়ে গেছে।
ত্বকের কালো ছাপ দূর করে
উজ্জ্বলতা আনতে ঃ-
আমরা বাড়িতে কম-বেশী সকলেই লেবু ব্যবহার করে থাকি, কারন আমরা
জানি লেবুতে প্রচুর পরিমানে ভিটামিন-সি বর্তমান, যা আমাদে ত্বকের পক্ষে খুবই
উপকারী। তাছাড়াও লেবর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড। যেটি আমাদের ত্বকের মধ্যে যে
শুষ্ক চামড়া থাকে, সেই শুষ্ক চামড়াকে তুলে দিয়ে নতুন চামড়া তৈরিতে সাহায্য করে।
সেই ঘরোয়া, লেবুর রস একটি ছোট্ট পাত্রে নিয়ে মুখে ও ঘাড়ে ভালো করে লাগিয়ে দিন। কিছুক্ষণ
পর ধুয়ে ফেলুন, এতে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যাবে এবং কালো ছোপ আসতে
আসতে উঠতে সাহায্য করবে।
ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ঃ-
একজন বহুরূপি যেমন নানা রূপধারণ করে আমাদেরকে নানা ভাবে
খুশি করে, ঠিক তেমনি লেবুরও নানা রূপে আমাদের সামনে হাজির হয়ে আমাদের উপকার সাধন
করে থাকে। একটি ছোট্ট পাত্র নিন, তার মধ্যে এক চামচ লেবুর রস, এক চামচ গুঁড়ো ধুধ
এবং এক টেবিল চামচ বাদম তেল দিন। তারপর ভালো করে ঘন মিশ্রন তৈরি করুন। এইবার এই
মিশ্রনটি ধীরে ধীরে মুখে, ঘাড়ে, হাতে এবং পায়ে লাগিয়ে নিন। কিছু সময় পর ধুয়ে ফেলুন।
এবার লক্ষ করুন আপনার ত্বক কতটা পরিস্কার
করে উজ্জ্বল হয়ে গেছে এবং কত স্ফোট হয়ে গেছে।
ত্বকের পুনযৌবন ফিরিয়ে আনতে ঃ-
কথায় আছেনা ? খালি
পেটে জল আর ভোরা পেটে ফল। সেই ফলাহার-এর মধ্যে পেঁপে কলা তো থাকেই। এবার সেই পেঁপে
, কলা দিয়ে কিভাবে ত্বকের পুনযৌবন ফিরিয়ে আনা যায় তারই টিপস্। এক টুকরো পেঁপে ও এক টুকরো কলা নিন। কলা ও পেঁপে ভালো করে মিশিয়ে নিতে হবে,
যাথে কোন গোটা অংশ না থাকে। ভালো করে মিশ্রিত করে নেওয়ার পর এক চামচ মধু ওই মিশ্রনে দিয়ে দিতে হবে
এবং ভালো করে ফেটে নিতে হবে। এবার ওই মিশ্রিত মন্ডটি মুখে ও দেহের অন্য়ান্য শুষ্ক
অংশে লাগিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এইভাবে কিছুদিন
ব্যবহার করলে দেখতে পাবেন আপনার ত্বকের বার্ধক্য় দূর হয়ে পুনযৌবন ফিরে আসছে।
ত্বকের পুষ্টি যোগাতে এবং শুষ্কতা কমাতে ঃ-
ডিম আগে না মুরগি
আগে, সেই তর্কে আমাদের দরকার নেই, আমরা ত্বকের পুষ্টি যোগাতে কিভাবে ডিমের
ব্যবহার করবে দেখেনি তারই টিপস্। একটি পাত্রে দুটি ডিম ফাটিয়ে কেবল ডিমের কুসুম
দুটি নিন, তারপর দুফোঁটা অলিভ অয়েল দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এমন ভাবে মিশ্রনটি
করুন যাথে অলিভ অয়েলটি কুসুমের সাথে ভালো ভাবে মিশে যায়। এবার ধীরে ধীরে মুখে এবং
বিভিন্ন অংশে লাগিয়ে নিন। কমপক্ষে ২০ মিনিট অপেক্ষা করে পরিস্কার জল দিয়ে ধুয়ে
ফেলতে হবে। অলিভ অয়েলে ভিটামিন ‘ই’, এবং ’কে’ ডিমের কুসুমের ভিটামিন ‘এ’ আপনার ত্বকের পুষ্টি যোগাবে, এবং ত্বকের শুষ্কতা কমিয়ে উজ্জ্বলতা বৃদ্ধি করবে।
কলার কেরামতি ও মধুর গুন ঃ-
একটুকরো কলা একটি পাত্রে নিয়ে ভালো করে মাখিয়ে নিন, এমনভাবে
মিশ্রনটি তৈরি করুন যাতে কোন গোটা অংশ না থাকে। এবার মিশ্রিত কলাটির সাথে এক টেবিল
চামচ মধু দিয়ে পুনরায় মিশ্রিত করুন। এরপর এই মিশ্রনটি ভালো করে মুখে মেখে নিনি।
কমপক্ষে ২০ মিনিট রাখার পর মুখের উপর যে লেয়ারটি পড়েছে, সেটি পরিস্কার জল দিয়ে
ধুয়ে ফেলুন। এবার নিজেই নিজেকে লক্ষ্য করুন। কলা এবং মধুর ভিটামিন ‘এ’, ‘B6’, ‘সি’ ত্বকের জল ধরে রাখে। তার ফলে শুষ্ক ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, তাই তর্ক না করে, নিয়ম করে বা ধৈর্য্য ধরে ঘরোয়া টিপস্ গুলি ব্যবহার করি তাহলে শুষ্কতা দূর করে ত্বকের লাবন্য ফিরিয়ে আনতে পারি। আমাদের প্রয়োজনে বা অপ্রয়োজনে পার্লারে যেতে বাধ্য হই, কিন্তু এখানে ব্যবহিত কসমেটিক্স ত্বকের যথেষ্ট ক্ষতি করে। সেইখানে এই ঘরোয়া টিপস্ আপনার ত্বকের লাবন্য বজায় রাখে এবং ত্বকের যত্ননিয়ে আরো আকর্ষণীয় প্রানবন্ত করে তোলে। তা পূজাোর ফ্যাশনই হোক বা দৈনন্দিন জীবনে আপনার ত্বকের লালিত্ব বা উজ্জ্বল্য বাড়বে তো কমবে না।
0 Comments