বাঙালির সব থেকে বড় উৎসব দূর্গা পূজা, পুরো ১ বছর বা ৩৬৫ দিন অপেক্ষা করে উৎসবের আনন্দে ভরে ওঠে আমাদের মন । বছরে একটি বার তাও মাত্র চার-পাঁচ দিনের জন্য মা দুর্গার আগমন হয় আমাদের পৃথিবীতে। আমাদের নানান মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করি মায়ের কাছে । ২০২০ তে আমরা অনেক কঠিন পরিস্থিতির স্মুখীন হয়েছি। সমস্থ কিছু উপেক্ষাকরেও আমরা অপেক্ষা করছি মায়ের আগমনের আশায়, সেই শারদীয়ার শুভ লগ্নে সমস্ত পাঠক, পাঠিকা, এবং সমস্ত শুভানুদায়ীবৃন্দকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও রাশি রাশি ভালোবাসা।
কিন্তু তবু অপেক্ষায় আছি মা দুর্গার আগমনের আর কত দিন বাকি ?
0 Comments