প্রয়াত প্রণব মুখোপাধ্যায়

 প্রয়াত প্রণব মুখোপাধ্যায়

The late Pranab Mukherjee

রাইসিনা হিলে ওঠা একমাত্র বাঙালি প্রনব মুখোপাধ্যায় আজ চিরনিদ্রায় সাহিত হলেন, রাজনিতি, অর্থনিতিতে সফল বাঙালি হিসাবে যুদ্ধে জয়লাভ করলেও এই লড়াইয়ে তিঁনি আর জয়লাভ করতে পারলেন না। গত ৯ আগস্ট রাতে নিজের দিল্লির বাড়িতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন প্রণববাবু। পর দিন সকাল থেকে তাঁর স্নায়ুঘটিত কিছু সমস্যা দেখা দেয়। বাঁ হাত নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল। চিকিৎসকদের পরামর্শে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে।  এমআরআই স্ক্যানে দেখা যায়, তাঁর মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হয়নি। ১৩ অগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান। এযেন উভয় সংঙ্কট জোড়া ধাক্কায় বেসামাল হয়ে পড়লেন-এক দিকে মস্তিস্কের রক্তক্ষরন এবং অস্ত্রোপচার, অন্যদিকে করোনার সংক্রমন। দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন স্বাধীনতা উত্তর সর্বভারতীয় রাজনীতির সফলতম বাঙালি এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। সোমবার বিকেল পৌনে ছটা নাগাদ তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে এ খবর জানিয়েছেন। 



প্রণববাবুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। টুইট করে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

দেশের সফল একমাত্র বাঙালি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে ইতিমধ্যেই সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। পাশাপাশি আগামীকাল রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং কোনও কারণে আগামীকাল প্রণববাবুর শেষকৃত্য সম্পন্ন না হলে যেদিন হবে সেদিনও সরকারি ছুটি থাকবে। এ কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবিটিসে আক্রন্ত ছিলেন। ১০ তারিখ হাসপাতালে ভর্তির পর ধরা পড়ে, তিনি কোভিড-১৯ আক্রান্তও হয়েছেন। কোভিডে আক্রন্ত হওয়া সর্তেও ওই দিন রাতে দীর্ঘ অস্ত্রপচার করা হয় এবং তার পর থেকেই প্রনব মুখোপাধ্যায়কে ভেন্টিলেশনে রাখা হয়। তিনি যে করোনায় আক্রন্ত সে বিষয়ে তিনি নিজেই টুইট করে জানিয়ে ছিলেন আস্ত্রোপচারের আগে। এই টুইটটি ছিল প্রনব বাবুর শেষ টুইট।  


Post a Comment

0 Comments

Translate

close