ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস


 

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস


আজ, শনিবার ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে 'বাংলার দর্পণ'-এর পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকা, এবং দেশ-বিদেশের সমস্ত শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৪৭ সালের স্বাধীনতা দিবসের পেক্ষাপটের দিন, বর্তমানের ২০২০-র সালের ভয়াবহ পরিস্থতি  আমাদের সজাগ ও সতর্ক থাকার অঙ্গিকার করার দিন। সেই সময় যেমন সমস্ত ভারতবাসী স্বাধীনতা আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল, ঠিক তেমনি আজ সমস্ত বিশ্ববাসী এই করোনা মহামারী(epidemic) থেকে বাঁচার আশায়, স্বাধীনভাবে প্রকৃতির বুকথেকে মুক্ত বাতাস নেওয়ার জন্য় স্বাধীনতার আন্দোলে লড়ছে। আজ বিশ্বজুড়ে আর্থিক মন্দা, বেকারত্ব মনুষ্য় জাতীকে অক্টপাসের মতো বেঁধে ফেলেছে, তবে আমরা জানি এবং বিশ্বস করি কিভাবে এই অজানা শত্র ুর মকাবিলা করে আমাদের জীবনের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হয়। স্বমীজির দেখানো পথকে পাথেও করে আত্মবিশ্বসকে সঙ্গে নিয়ে, সতর্ক ও সাবধান্তা অবলম্বন করেই আমরা করবো জয়, আমরা করবো জয়, - নিশ্চয়। 



India's 74th Independence Day

Today, Saturday is India's 74th Independence Day. On this occasion, greetings and congratulations from 'Bengal Darpan' to all the readers and all the well-wishers from home and abroad. On the eve of Independence Day in 1947, the current dire situation in 2020 is a day to promise us to be vigilant and vigilant. Just as all Indians at that time jumped into the freedom movement, today all the people of the world are fighting for freedom in the hope of freeing themselves from the bosom of nature, in the hope of surviving this Corona epidemic. Today, the global financial crisis, unemployment has tied the human race like an octopus, but we know and believe how to take away the freedom of our lives by confronting this unknown enemy. Following the path shown by Swamiji with self-confidence, we will win with caution and caution, we will win, - of course.





We shall overcome
We shall overcome
We shall overcome some day



Post a Comment

0 Comments

Translate

close